ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৪:২১ পিএম
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে বাকৃবির শিক্ষার্থীরা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি অবরোধ করেন।
এর আগে শতাধিক শিক্ষার্থীর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে জমায়েত হয়। শিক্ষার্থীরা মিলনায়তনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মিছিলটি বাকৃবির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জব্বারের মোড়ে গিয়ে শেষ হয়। এরপর তারা জব্বারের মোড় সংলগ্ন এলাকায় ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি অবরোধ করেন তারা।