Logo
Logo
×

সারাদেশ

বরগুনায় জোয়ারে ভেসে এলো মৃত তিমি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ১২:২৯ এএম

বরগুনায় জোয়ারে ভেসে এলো মৃত তিমি

সোমবার বিকেলে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়া চরে মৃত তিমিটি দেখতে পায় জেলেরা।

বরগুনার পায়রা নদীর তীরে ছোনবুনিয়ার চরে বিশাল আকৃতির সামুদ্রিক স্তন্যপায়ী তিমির মরদেহ ভেসে এসেছে। মৃত তিমিটি অর্ধগলিত। মাথা নেই। ৩৫ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া। এ নিয়ে এলাকা জুড়েই সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। তিমিটি দেখতে দিনভর ভিড় জমায় এলাকায় মানুষ। 

স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় জেলেরা সোমবার (১ জুলাই) বিকেলে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়া চরে মৃত তিমিটি দেখতে পায় জেলেরা। খবর পেয়ে উৎসুক মানুষ সেখানে ভিড় করে। 

বন বিভাগের বাবুগঞ্জ বিট কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, কোনো সামুদ্রিক জাহাজের আঘাত কিংবা রাসায়নিক দ্রব্য খাওয়ায় মারা গেছে তিমিটি। পরে সাগর থেকে ভাসতে ভাসতে এটি উপকূলীয় জেলা বরগুনার বনাঞ্চলে চলে এসেছে। তিমিটি মৃত্যুর কারণ অনুসন্ধানে তারা পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও বলেন, তিমিটি অর্ধেক পচে গেছে। এ কারণে কোথাও সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তাই তিমিটি চরেই মাটিচাপা দেওয়া হয়। 

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, খবর পেয়েছি কিন্তু ঘটনাস্থলে যেতে পারিনি। ঘটনাস্থলে গিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। 

বরগুনার জেলা বনরক্ষা কর্মকর্তা বায়েজিদ হোসেন বলেন, এ ধরনের ঘটনা স্বাভাবিক ঘটনা নয়, সেজন্য এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কীভাবে তিমিটি মারা যেতে পারে তা কারণ আমরা যথাযথ অনুসন্ধান করব। সুষ্ঠুভাবে তিমিটি অপসারণের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন