Logo
Logo
×

সারাদেশ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Icon

ইউএনবি

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১১:২৭ পিএম

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মৌসুমি বায়ুর প্রবল চাপ থাকায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২ জুলাই) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার সই করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে ও বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশেই হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সপ্তাহজুড়ে বৃষ্টিপাত অব্যহত থাকলেও আগামী পাঁচদিনে তা আস্তে আস্তে কমে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন