সাজেকের একটি চিত্র। ছবি: সংগৃহীত
রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটক কেন্দ্রে ৮ শতাধিক পর্যটক আটকের পড়ার খবর পাওয়া গেছে।।
জানা যায়, সাজেকের বাঘাইহাট সড়কের মাচালং ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় গতকাল রবিবার (১ জুলাই) সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়া ৮শতাধিক পর্যটক আটকে পড়ে।
সাজেক কটেক মালিক সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মতি জয় ত্রিপুরা বলেন, গতকাল প্রায় ছোট বড় ১২৫ টি গাড়ি সাজেকে এসেছে। বাঘাইহাটের মাচালং ব্রিজে পানি উঠায় সাজেকে প্রায় ৮ শতাধিক পর্যটক আটকে পড়ে আছে। বৃষ্টি আর পানি না কমলে তাদের ফিরতে যেতে পারার সম্ভাবনা কম।