Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট থেকে সাত নারীসহ ১০ জন আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১১:৪৩ পিএম

টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট থেকে সাত নারীসহ ১০ জন আটক

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা রিসোর্ট থেকে সাত নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আটক করা হয়। পরে মানবপাচার আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলেঙ্গা রিসোর্টে নারী দিয়ে ব্যবসা চলছিল। রাজনৈতিক মহলের প্রভাব খাটিয়ে এবং প্রশাসনকে ম্যানেজ করে রিসোর্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। 

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, রবিবার গভীর রাতে এলেঙ্গার বিরতি রিসোর্টে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। এর মধ্যে সাতজন নারী।  তবে রিসোর্টের মোসলেম উদ্দিন, ফাহাদ ও সিরাজুলসহ কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।  

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক  জানান, এ ঘটনায় ১৩ জনের নামে মানবপাচার আইনে মামলা হয়েছে। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন