Logo
Logo
×

সারাদেশ

নৌকা বিকল হয়ে মেঘনায় আটকা ৭ ছাত্র, ৯৯৯ নম্বরে ফোন কলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৫:০৩ পিএম

নৌকা বিকল হয়ে মেঘনায় আটকা ৭ ছাত্র, ৯৯৯ নম্বরে ফোন কলে উদ্ধার

চাঁদপুরের বড় স্টেশন ঘাট থেকে নৌকায় মেঘনায় ঘুরতে গিয়েছিলেন সাত বন্ধু। কিছুদূর যাওয়ার পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নদীর স্রোতে ভেসে চাঁদপুরের মেঘনা নদীর বহরিয়ায় চলে যায় তাদের নৌকা। ঢেউ আর স্রোতের তোড়ে বিকল নৌকা তখন নিয়ন্ত্রণহীনভাবে ভাসছিল। পরে জাতীয় জরুরি সেবা ফোন করলে তাদের উদ্ধার করা হয়।  

পুলিশ জানায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁদপুর মেঘনা নদী থেকে জুয়েল রানা নামে একজন ছাত্র ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। কলটি রিসিভ করেছিলেন কনস্টেবল আল-ইমরান । তিনি ফোনকারীকে আশ্বস্ত করেন এবং চাঁদপুর নৌ-পুলিশ থানায় জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। 

পরে চাঁদপুর নৌ-পুলিশ থানার একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া সাত ছাত্রকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।    

চাঁদপুর নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  উদ্ধার সংশিষ্ট নৌ-পুলিশ টিম ও ফোনকারীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন এসআই মো. মান্নান। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন