Logo
Logo
×

সারাদেশ

বরগুনায় সেতু ভেঙে বরযাত্রীর মাইক্রোবাস খালে, নিহত ১০

Icon

প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৫:৫০ পিএম

বরগুনায় সেতু ভেঙে বরযাত্রীর মাইক্রোবাস খালে, নিহত ১০

বরগুনার একটি সেতু ভেঙে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। আজ শনিবার (২২ জুন) দুপুরে আমতলী উপজেলার ব্রিজ হলদিয়া হাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ২টার দিকে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হচ্ছিল। এ সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায় গাড়ি দুটি। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালান। বরযাত্রীদের বাড়ি মাদারীপুর জেলায় বলে জানা গেছে।

এ বিষয়ে হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, গাড়ি দুটি ঝুঁকিপূর্ণ ব্রিজটি পার হতে দিয়ে ভেঙে খালে পড়ে ডুবে যায়। ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং বাসিন্দারা খালে ডুবে যাওয়া গাড়ি ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন