Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে বিপৎসীমার ওপরে বইছে ১৬ নদীর পানি

Icon

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৯:০৩ পিএম

কুড়িগ্রামে বিপৎসীমার ওপরে বইছে ১৬ নদীর পানি

কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলাসহ ১৬ নদ-নদীর পানি বেড়েই চলছে। আজ বৃহস্পতিবার (২০ জুন) সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ধরলার পানি তালুকশিমুল বাড়ি পয়েন্টে ২৩ সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ১৭ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকলেও এখনও বিপৎসীমার সামান্য নিচে রয়েছে। তবে পানি বাড়া অব্যাহত থাকলে এসব নদ-নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

পানি বাড়ার কারণে নদ-নদীর অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ডুবে গেছে সবজি ক্ষেতসহ বিভিন্ন উঠতি ফসল। তলিয়ে গেছে বিভিন্ন কাঁচা সড়ক। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

সদরের ঘোগাদহ ইউনিয়নের চর রসুলপুর এলাকার বাসিন্দা আফজাল হোসেন বলেন, কয়েকদিন থেকে পানি বাড়তে থাকায় নদী ভাঙছে। আমার বাড়ি ভেঙে যাওয়ার পথে থাকায় অন্য স্থানে সরিয়ে নিচ্ছি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, আরও ২-৩ দিন নদ-নদীগুলোর পানি বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যেসব এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেখানে ভাঙন রোধের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন