Logo
Logo
×

সারাদেশ

৮ বছর ধরে পলাতক যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৪, ১২:০৭ এএম

৮ বছর ধরে পলাতক যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি মো. রুহুল কুদ্দস খান ওরফে কুদ্দস খান ওরফে গোলাম কুদ্দসকে (৭৩) গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 

বুধবার (১৯ জুন) দীর্ঘ ৮ বছর পর যশোর জেলা সদর থেকে এই যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করা হয়। তিনি নড়াইল জেলা সদরের মৃত এমভি আসাদুজ্জামানের ছেলে। 

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে রুহুল কুদ্দসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে মামলা হয়। ট্রাইব্যুনাল ২০১৭ সালের ২৩ নভেম্বর আসামির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

মামলা হওয়ার পর থেকেই আসামি রুহুল কুদ্দস আত্মগোপনে ছিলেন। দীর্ঘ ৮ বছর পর এন্টি-টেররিজম ইউনিট পলাতক এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন