Logo
Logo
×

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৯ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ১২:৩৩ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৯ জন নিহত

ভারী বর্ষণের ফলেকক্সবাজারের উখিয়ায় কয়েক জায়গায় পাহাড় ধসে আট রোহিঙ্গাসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুন) সকাল ৬টার দিকে উখিয়ার ১০ ও ৯ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, সকালে খবর আসে উখিয়ার ৯ ও ১০নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস হয়েছে। এ ঘটনায় এক বাংলাদেশি ও আট রোহিঙ্গা মাটির নিচে চাপা পড়ে মারা গেছেন। এখনও উদ্ধার কাজ চলছে।

৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, বুধবার ভোরের দিকে ক্যাম্প ৯ ও ১০-এর পানবাজার এবং হাকিমপাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ৯ জনের লাশ উদ্ধার করে উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

তিনি জানান, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি। তবে ৯ জনের মধ্যে আনুমানিক চার বছরের এক শিশু, ১২ বছরের এক কিশোর ও কয়েকজন নারী রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন