Logo
Logo
×

সারাদেশ

কাপ্তাই হ্রদে চলমান বোটে বজ্রপাত, নিহত ৩

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৭:২৬ পিএম

কাপ্তাই হ্রদে চলমান বোটে বজ্রপাত, নিহত ৩

ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই হ্রদে চলমান বোটে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় একজন নিখোঁজ আছেন। এছাড়া জেলার লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে বজ্রপাতে আরও একজন নিহত হয়েছেন। 

আজ শনিবার (১৫ জুন) বিকেলে এ ঘটনা দুটি ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার আটারকছড়া ইউনিয়নের একজন ও কাপ্তাই হ্রদে চলমান বোটে বজ্রপাতে তিনজন নিহত হন।

আটরকছড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন জানান, ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার রিনা বেগম (৩৬) নামে এক গৃহবধূ বজ্রপাতে নিহত হন। রিনা টিলার ইব্রাহিমের স্ত্রী। 

এদিকে ভাসান্যদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হযরত আলী সংবাদমাধ্যমকে বলেন, মাইনীমুখ থেকে মিনা বাজার যাওয়ার পথে বজ্রপাতে তিনজন নিহত হন এবং একজন পানিতে ডুবে নিখোঁজ আছেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, এখন পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছেন তিনি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানাতে পারবেন। 


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন