Logo
Logo
×

সারাদেশ

ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৫:৪৮ পিএম

ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি

ছবি: সংগৃহীত

ভারতের চেরাপুঞ্জিতে অব্যাহত বৃষ্টি হচ্ছে। ফলে ভারতের পাহাড়ি ঢলের পানি আসছে বাংলাদেশের সুনামগঞ্জের বিভিন্ন নদী দিয়ে। এতে সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢলের পানিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াপাড়া-লক্ষ্মীপুরের একটি বেড়িবাঁধ ভেঙে গেছে।

আজ শনিবার (১৫ জুন) দুপুরে হঠাৎ পাহাড়ি ঢল এসে বাঁধ ভেঙে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

বাঁধটি ভেঙে যাওয়ায় লক্ষ্মীপুর, নোয়াপাড়া, রসরাই, সুলতানপুর, হাছনবাহার গ্রামের দিকে পানি প্রবেশ করতে শুরু করেছে। ইতোমধ্যে দোয়ারাবাজার উপজেলার অন্তত ৫ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানি উঠেছে বিভিন্ন বসতভিটা ও শিক্ষাপ্রতিষ্ঠানে। 

এদিকে, সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার শঙ্কায় আছেন বাসিন্দারা। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের খরচার হাওর পাড়ের অধিকাংশ বসতভিটার সামনে পানি চলে আসায় দুর্ভোগে হাজারো মানুষ।

লালপুর গ্রামের মালেক মিয়া বলেন, বাঁধ ভাঙার পর বাড়িতে পানি চলে এসেছে। পানি আরেকটু বাড়লেই ঘরে ঢুকে যাবে। আমরা ঘর থেকে বের হতে পারছি না।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে এভাবে বৃদ্ধি পেলে সকল নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। 

অন্যদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন