Logo
Logo
×

সারাদেশ

এবার বেনজীরের রিসোর্ট থেকে ক‌ম্পিউটার চু‌রি, মামলা দায়ের

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০২:১৮ এএম

এবার বেনজীরের রিসোর্ট থেকে ক‌ম্পিউটার চু‌রি, মামলা দায়ের

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে অবস্থিত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের প্রশাসনিক ভবন থেকে এবার কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (১২ জুন) দিবাগক রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সাভানা রিসোর্টের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মোহাম্মদ সারোয়ার হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।  মামলায় বৈরাগী তলা এলাকার বাসিন্দা সুব্রত রায়, অনিমেষ সেন, সজীব মজুমদার, সঞ্জয় বল ও বিপ্লব বলকে আসামি করা হয়। 

এই ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিছুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের সভানা পার্কের এইচআরের কর্মকর্তা সারোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছি, আশা করছি দ্রুততম সময়ের মধ্যে চুরি হওয়া কম্পিউটার উদ্ধার করতে সক্ষম হব।

মামলার এজাহারে সারোয়ার হোসেন বলেছেন, আদালতের আদেশে জব্দ হওয়ার পর রিসোর্টের ম্যানেজারের দায়িত্ব পাই আমি। প্রতিদিনের মতো রাতের খাবার শেষে আমি ঘুমোতে যাই। এর মধ্যেই বুধবার রাত সাড়ে ১০টার পর যেকোনো সময় রিসোর্ট এর অফিস পক্ষ থেকে তিনটি কম্পিউটার ও একটি মনিটর চুরি হয়ে যায়। যার বাজার মূল্য দুই লাখ টাকার মতো।

এজাহারে আরও বলা হয়, ঘটনার পর দুদক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এ সময় সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় বাইরে থেকে কয়েকজন সুকৌশলে এসে কম্পিউটার ও মনিটর চুরি করে নিয়ে যায়।

মামলার সূত্র ধরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমানকে সদস্য সচিব করে একটি তদারকি কমিটি গঠন করা হয়। রিসোর্টের মালামাল রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই তদারকি কমিটি গঠন করা হয় বলে জানা গেছে। সে সঙ্গে কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত সপ্তাহে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্টের আওতাধীন গরুর খামার থেকে অন্তত ২০টি গরু এক রাতেই উধাও হয়ে যায়। খবর নিয়ে জানা যায়, খামারের দায়িত্বপ্রাপ্ত কর্মী বারেক মিয়া ঘূর্ণিঝড় রিমালের রাতে গরুগুলো নিয়ে চলে যান। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন