ছবি: বাংলা আউটলুক
হাওরে অদ্ভুত এক দৃশ্যের সৃষ্টি হয়েছে। আকাশে উড়ে গেছে কিশোরগঞ্জের হাওরের পানি। অবাক করা দৃষ্টিনন্দন এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গতকাল বুধবার ( ১২ জুন) সন্ধ্যার দিকে নিকলী উপজেলার সিংপুর এলাকায় দেখা যায় হাওরের পানি উঠে যাচ্ছে আকাশে। ঘূর্ণি আকারে পানি উপরে উঠে মিশে যাচ্ছে সুনীল আকাশে।
জানা গেছে, পানির ওপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে প্রবলবেগে ঘূর্ণায়মান বায়ুর টানে পানি ঘূর্ণমান অবস্থায় উপরে উঠে যায়। একে বলে জলকুণ্ডলী।
স্থানীয়রা একে মেঘশূর বলে থাকেন। তারা একে ধ্বংসের প্রতীকও মনে করে থাকেন। আবার বিশেষজ্ঞদের মতে, জলকুণ্ডলী দেখতে টর্নেডোর মতো হলেও টর্নেডোর সঙ্গে এর মৌলিক পার্থক্য রয়েছে। টর্নেডোতে থাকে বায়ু আর জলকুণ্ডলীতে বায়ুর পরিবর্তে থাকে পানি। জলকুণ্ডলী সাধারণত পানিতেই থাকে বলে জনপদে আহামরি ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে পারে না। আর স্থলভাগের স্পর্শে আসলে এটি গুঁড়িয়ে যায়।
উপজেলার সিংপুর গ্রামের বাসিন্দা রাজীব বলেন, এমন দৃশ্য বেশ কয়েক বছর আগে ফেসবুকে দেখে ছিলাম। এরপর এমন ঘটনা কাল নিজের চোখে দেখলাম। জলকুণ্ডলীতে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। সন্ধ্যায় ঘণ্টাখানেক এ অবস্থা থাকার পর অন্ধকারে বিলীন হয়ে যায়।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকালে নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকাররম সরদার এ বিষয়ে বলেন, সন্ধ্যার আগ মুহূর্তে এমন দৃশ্য এলাকার শত শত মানুষ দেখেছেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।