Logo
Logo
×

সারাদেশ

আলোকচিত্রে রোহিঙ্গা শরণার্থীদের জনজীবন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৯:০৫ পিএম

আলোকচিত্রে রোহিঙ্গা শরণার্থীদের জনজীবন

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে 'রেজিলিয়েন্স-সক্ষমতা' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।

আলোকচিত্রের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জনজীবন তুলে ধরা হয়েছে। গতকাল বুধবার (১২ জুন) সন্ধ্যায় বিশ্ব শরণার্থী দিবস ২০২৪ উপলক্ষে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে 'রেজিলিয়েন্স-সক্ষমতা' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। 

সেখানে কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে নানা প্রতিকূলতার মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের সক্ষমতার বিষয়বস্তু প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। রোহিঙ্গা শরণার্থী আলোকচিত্রী ও মানবিক সহায়তা সংস্থার কর্মীদের তোলা ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। 

এই প্রদর্শনীর আয়োজন করে জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং রোহিঙ্গা শরণার্থী সাড়াদানে কর্মরত মানবিক সহযোগিতা প্রদানকারী সংস্থা। আর আয়োজনে কক্সবাজার আর্ট ক্লাব সহযোগিতা করে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আইএনজিও ও এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই আলোকচিত্র প্রদর্শনী চলবে ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস পর্যন্ত।

উল্লেখ্য, প্রায় ১০ লাখ শরণার্থী অকল্পনীয় কষ্টের মধ্যেও যে অবিশ্বাস্য সক্ষমতা প্রতিনিয়ত দেখাচ্ছে তারই প্রমাণস্বরূপ এই ছবিগুলো। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন