Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জ শহরের সঙ্গে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০১:২৩ এএম

সুনামগঞ্জ শহরের সঙ্গে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন

সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সব নদীর পানি বেড়েছে। পানি ডুবে গেছে রাস্তাঘাট। সোমবার (৩ জুন) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা অংশের শক্তিয়ারখলার ১ মিটার এবং দুর্গাপুর সড়ক পানিতে ডুবে যায়। এতে সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। সড়কে ছোট বড় প্রায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। 

এ কারণে বিকল্প পথে নৌকায় বাড়তি ভাড়া দিয়ে জেলা শহরে আসছেন ওই এলাকার বাসিন্দারা। এতে খরচ ও ভোগান্তি বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা ও যাদুকাটা নদীর পানি বেড়েই চলেছে। ইতোমধ্যে সুরমা নদীর পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকলে সুনামগঞ্জের সকল নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন