Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জেও বন্যা আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ১১:০৮ পিএম

সুনামগঞ্জেও বন্যা আতঙ্ক

প্রবল বর্ষন আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সিলেট বন্যা হচ্ছে। এদিকে গতকাল রোববার থেকে সুনামগঞ্জে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১৪ মিলিমিটার। সঙ্গে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে জেলার নদীগুলোর পানি বাড়ছে।

জানা গেছে, জেলার ভেতর দিয়ে বয়ে চলা সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ সবকয়টি নদীর পানিই বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় পানি বেড়ে জেলার প্রধান নদী সুরমার পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার উপরে এবং সুনামগঞ্জে ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ২১৪ মিলিমিটার।

এতে বন্যা আতঙ্কে রয়েছে সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেটের মানুষজন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন