Logo
Logo
×

সারাদেশ

নির্বাচনী প্রচারে গিয়ে নারী প্রার্থী ‘নিখোঁজ’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৩:৫০ এএম

নির্বাচনী প্রচারে গিয়ে নারী প্রার্থী ‘নিখোঁজ’

নির্বাচনীয় প্রচারণায় গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার (২৯ মে) তার স্বামী বিজয়নগর থানায় জিডি করেন। তবে পুলিশ বলছে, বিষয়টি সাজানো হতে পারে।

নিখোঁজ প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকারের দাবি, আগামী ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সার্ভার ত্রুটির কারণে তার মনোনয়নপত্র জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পায়।

তিনি আরো বলেন, মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুই সহযোগী নিয়ে নির্বাচনি প্রচারণায় যান প্রীতি। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুই নারী বাইরে আসেন আর প্রীতি ভোটারদের সঙ্গে ভেতরে কথা বলছিলেন। সেখানে ২০ মিনিট পার হলেও যখন বের হচ্ছে না তখন ওই দুই নারী ভেতরে যায়। ভেতরে গিয়ে তাকে আর পাননি তারা। পরে বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানার ওসিকে জানানো হয়েছে। থানায় জিডিও করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ২টা থেকে বুধবার দুপুরে রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন তার স্বামী মাসুদ খন্দকার।

বিজয়নগর থানার ওসি আসাদুল ইসলাম বলেন, প্রার্থীর স্বামী রাতে থানায় এসেছিলেন। তাকে নিয়ে রাতে নিখোঁজস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। স্থানীয়রা জানিয়েছেন, প্রার্থী প্রচারে এসেছিলেন। তবে নিখোঁজ হওয়ার বিষয়টি তারা জানেন না।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নির্বাচনের মাঠে জনপ্রিয়তা পাওয়ার জন্য প্রচারণার কৌশল হিসাবে তিনি নিখোঁজ হওয়ার ভান করতে পারেন। তবে জিডি অভিযোগ আমলে নিয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন