ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির নামে এক যুবককে স্থানীয়রা পিটিয়ে হত্যা করছে বলে অভিযোগ উঠেছে।গতকাল রবিবার(১৯ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপড় গ্রামের শিল্পনগরী বিসিকের পিছনের এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রিয়াজ ফকির পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার নুরু ফকিরের ছেলে। স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাত ২ টার দিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় চোর সন্দেহে রিয়াজকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে সোমবার সকালে রিয়াজকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী। তিনি বলেন, তার পকেটে আইডি কার্ডের ফটোকপি পাওয়া গেছে। তার পকেটে রিয়াজ নামে একটি আইডি কার্ড পেয়েছে পুলিশ। তিনি বলেন, আইডি কার্ডের সূত্র ধরেই তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে শনাক্ত করার পরে বিষয়টি নিশ্চিত হবে বলে জানায় পুলিশ। এছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মুরাদ আলী।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান সানি বলেন, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।