Logo
Logo
×

সারাদেশ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

Icon

ইউএনবি

প্রকাশ: ১৩ মে ২০২৪, ১০:৫২ পিএম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ ইলিয়াস নামে একজন হেড মাঝিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ মে) ভোর ৪টার দিকে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস উখিয়ার ক্যাম্প-৪, সি-৩ ব্লকের বাসিন্দা আবুল কাশেমের ছেলে এবং আশ্রয়শিবিরের হেড মাঝি হিসেবে কর্মরত ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, আশ্রয়শিবিরে ভোর ৪টার দিকে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী দরজা ভেঙে ইলিয়াসের ঘরে প্রবেশ করে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে ইলিয়াসের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন