
রেলের দূরত্বভিত্তিক রেয়াত বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় রংপুর রেল স্টেশনে শতাধিক মানুষ এসব দাবিতে অবস্থান করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি ও আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান। বক্তব্য রাখেন, রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সমাজকর্মী অ্যাড. রায়হান কবীর, আবুলা কালাম আজাদ, শিমুল সরকার, গণমাধ্যম কর্মী জহির রায়হান প্রমুখ। এ সময় কয়েক হাজার লিফলেট বিতরণ করা হয়।
অবস্থান কর্মসূচি শেষে নাহিদ হাসান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিটি স্টেশনে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এ সময় আগামী ১৭ মে শুক্রবার পার্বতীপুর স্টেশনে একই কর্মসূচির ঘোষণা করেন তিনি। রংপুরের মতই পার্বতীপুরবাসীকেও পাশে থাকার আহ্বান জানান তিনি।
ড. তুহিন ওয়াদুদ বলেন, ঢাকা যেতে হলে আমাকে কেন নাটোর, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা ঘুরে যেতে হয়? আমাদের দাবি হচ্ছে দূরত্বটা কমানো। এটি না করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। একে তো আগের ভাড়াই রংপুর বিভাগবাসীর জন্য বৈষম্যমূলক। নতুন করে ভাড়া বৃদ্ধিকে আমি মনে করি অসাংবিধানিক ও মুক্তিযুদ্ধের চেতনাপরীপন্থী।