ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সমাবেশে সংঘর্ষ, মাথা ফাটল ৩ শিক্ষার্থীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৪, ১১:০৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের দুই সাংগঠনিক সম্পাদকের অনুসারীদের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১০ মে) দুপুরে জেলা ছাত্রলীগের কর্মীসভা শুরুর পর বঙ্গবন্ধু স্কয়ার সংলগ্ন সড়কে সমবায় মার্কেটের সামনে এ মারামারির ঘটনা ঘটে। এ সময় তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
আহত তিন শিক্ষার্থী হলেন ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী কাজীপাড়া এলাকার খন্দকার বিপুলের ছেলে খন্দকার নূর, একই এলাকার শাকিল মিয়ার ছেলে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী নীরব এবং শামসুল আলমের ছেলে আরেকটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী সাদাফ।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বণিক বলেন, দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হলে দুদিক থেকে পুলিশ এসে তাদের থামায়। তারা পুলিশের ধাওয়া খেয়ে চলে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্মীসভার শেষদিকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মহসীন মোল্লার সমর্থকদের ওপর হামলা চালায় আরেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন আফ্রিদির অনুসারীরা।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক-১ মো. মহসীন মোল্লা বলেন, তার কর্মীদের ওপর হামলার ঘটনায় তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।
আর সাংগঠনিক সম্পাদক-২ রহুল আমীন আফ্রিদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আমার কয়েকজন ছোট ভাই ঘটনাস্থলে ছিল। মূলত উত্তর পৈরতলার একদল ছেলের সঙ্গে কাজীপাড়ার ছেলেদের ঝামেলা হয়েছে।'