Logo
Logo
×

সারাদেশ

১৫ মে থেকে গরম বাড়বে

Icon

প্রকাশ: ১০ মে ২০২৪, ১০:৪৬ পিএম

১৫ মে থেকে গরম বাড়বে

টানা তীব্র তাপপ্রবাহে জনজীবন হাঁসফাঁস অবস্থা ছিল। তবে কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছিল। সেই স্বস্তি ক্ষণস্থায়ী হতে চলেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সামনের কয়েকদিনে দেশের বৃষ্টির প্রবণতা কমবে। আর মধ্য মে থেকে গরম বাড়বে। পুরো মাসজুড়েই থাকতে পারে তাপপ্রবাহ।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, ‘এখন বৃষ্টির প্রবণতা অনেকটা কমে গেছে। এটা আরও কমে যাবে। আগামীকাল রবিবার থেকে দেশের তাপমাত্রা বাড়তে থাকবে। আর ১৫ তারিখের পর থেকে পুরো মাসজুড়েই তাপপ্রবাহ থাকতে পারে।

আর আগে গত ২ মে এক মাসমেয়াদী জলবায়ুর পূর্বাভাসে বলা হয়, মে মাসে দেশের কোথাও কোথাও ১-৩টি মৃদু (৩৬-৩৮০ সেলসিয়াস)/ মাঝারি (৩৮-৪০ সেলসিয়াস) এবং ১-২টি তীব্র (৪০ ডিগ্রি.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ৩-৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং ২-৩ দিন বজ্র ও শিলা বৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাবী ঝড় হত পারে।

এদিকে আজ শুক্রবার সারা দেশেই বজ্রসহ বৃষ্টিপাত কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ (১০ মে) নিয়মিত বুলেটিনে সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার বার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ পূর্বাভাস দেয়। এছাড়া আগামী দুই দিনের পূর্বাভাসে বলা হয়, দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে এর র থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে। আবার গরমের তীব্রতা বাড়তে থাকবে। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

প্রায়ই একই ধরনের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকাল শনিবারের জন্য। এদিন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

তবে তৃতীয়দিন তথা আগামী রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আব সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এরপর বর্তমানে যে তুলনামূলক কম গরম অনুভূত হচ্ছে তা আর নাও দেখা যেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। 

গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ফরিদপুর ও রংপুরে। আর  ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ২৪ মিলিলিটার রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন