Logo
Logo
×

সারাদেশ

হবিগঞ্জে সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩

Icon

ইউএনবি

প্রকাশ: ১০ মে ২০২৪, ০১:০৫ এএম

হবিগঞ্জে সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আগুয়া গ্রামে সিএনজি অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জিলু মিয়া (৫০), সিএনজিচালক কাদির মিয়া (৩২) ও সিরাজ মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে চালক কাদির মিয়া ও স্ট্যান্ড ম্যানেজার বদরুল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে উভয় দলের লোক দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও হাসপাতালে নেওয়ার পর জিলু মিয়া মারা যান। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। এ ঘটনায় আগুয়া গ্রামে বাড়িঘর ভাঙচুরের খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার বদরুল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জনকে সিলেটে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন