Logo
Logo
×

বইমেলা

অমর একুশে বইমেলা দুদিন বৃদ্ধি

অমর একুশে বইমেলা দুদিন বৃদ্ধি

Icon

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৫ এএম

অমর একুশে বইমেলা দুদিন বৃদ্ধি

অমর একুশে বইমেলা দুদিন বৃদ্ধি

অমর একুশে বইমেলা ২০২৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে দুই দিন বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার রাতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার সময়সীমা দুদিন বাড়ানোর আবেদনে অনুমোদন দিয়েছেন। তাই আগামী ২ মার্চ পর্যন্ত বইমেলা চলবে। 

বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা রাত ৯টার দিকে বইমেলায় ঘোষণা কেন্দ্র থেকেও মেলার মেয়াদ বাড়ানো ঘোষণা দেন। 

গত ১৮ ফেব্রুয়ারি একুশে বইমেলার সময় দুদিন বাড়ানোর জন্য বাংলা একাডেমিকে চিঠি দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি। চিঠিতে আগামী ১ ও ২ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন