'আমাদের কবিতা
অতি আত্মবিশ্বাসী কিংবা হতাশাবাদীদের জন্য না,
খালি পকেটে খালি পা'য় হাঁটা হিমু'দের জন্য না,
আমাদের কবিতা সংসার ত্যাগী ঋষি সন্যাসীদের জন্যও না, ভোগবাদীদের জন্যও না,
আবার হিজাবী প্রেমিকা কথিত হালাল প্রেমিকদের জন্যও না, এককাপ চা'য়ের চামচা কিংবা নেতাদের জন্যও না...
আমাদের কবিতা সেইসব জাতীযতাবাদীদের জন্য!
যারা শহীদ হয়েছে
যারা গুম হয়েছে
যারা ঘর ছেড়েছে
যারা অবরুদ্ধ হয়েছে
যারা মানুষের অধিকারের কথা বলতে গিয়ে সব হারিয়েছে
যারা এখনো স্বৈরাচারের বুলেটের সামনে বুক চেতিয়ে রাজপথে দাঁড়িয়ে আছে,
আমাদের কবিতা তাদের জন্য।
এবারের অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে বর্ষাদুপুর প্রকাশনী, প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত, বইটিতে দেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভূখন্ডের সাথে মিল রেখে ৫৬টি কবিতা রাখা হয়েছে, একক কবিতা দু'জনের ২৩টি করে এবং যৌথ কবিতা রয়েছে ১০টি। পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের স্টুডেন্ট ওয়েজ এর ২৬ নং প্যাভিলিয়নে।
দাবানল' সময়উপযোগী একটি ব্যতিক্রমী কাব্যগ্রন্থ লিখেছেন সোহেল আহমদ ও ফয়সল রেহান। তারা দু’জনেই বন্ধু, জন্ম ১৯৮৬ ইং সালে। দু'জনেই থাকেন প্রবাসে। সোহেল আহমদ থাকেন ফ্রান্সের প্যারিসে এবং ফয়সল রেহান বসবাস করছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। কাকতালীয়ভাবে! তাদের লেখাপড়া এবং বেড়ে উঠা মফস্বলেই। এমন কোনো সৃষ্টি কিংবা অনাসৃষ্টি নেই যে তারা একসাথে করেনি। তাদের কলম তাদের মতই মেহনতি। তারা শুধু পথই হাঁটেনি, রাস্তাও দেখিয়েছে। তারা শুধু প্রতিবাদই করেনি, কবিতাও লিখেছে। নিংড়ে দিয়েছে সব উত্তাপ, দ্রোহ আর প্রেম। দাবানলের মতোই তারা দ্যুতিময় কিন্তু বিধ্বংসী নয়। এ ‘দাবানল’ তাদের চেতনার স্ফূলিঙ্গ থেকে জন্ম নিয়েছে।
‘দাবানল’ শুধু পোড়াবেই না, জোড়াবেও।
শতাব্দীর শিরা-উপশিরায় শিহরণ তুলবে এই চেতনার বিস্ফোরণ।