Logo
Logo
×

বইমেলা

বই মেলায় পাওয়া যাচ্ছে কাফি কামালের “রঙ্গুম রঙ্গিলা” 

Icon

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম

বই মেলায় পাওয়া যাচ্ছে কাফি কামালের “রঙ্গুম রঙ্গিলা” 

বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্ক একই সাথে ঐতিহাসিক ও বৈরী। এক সময় দেশটির সাথে আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে সুদৃঢ় সম্পর্ক ছিল। প্রতিবেশী দেশ হলেও বৈরী পরিস্থিতির কারনে দীর্ঘদিন ধরে দুইদেশের মানুষের যাতায়াত ও সম্পর্ক খুবই সীমিত। ফলে দেশটি নিয়ে বাংলাদেশের বর্তমান প্রজন্মের মানুষের কৌতুহল থাকলেও জানাশোনা তেমন পরিস্কার নয়। বাংলাদেশে বার্মা নিয়ে তেমন বইপত্র মেলে না, জানার সুযোগও কম। কাফি কামাল দেশটির প্রাচীন তিনটি রাজধানী বাগান, মান্দালয়, রেঙ্গুন ও পুরোনো উষ্ণকালীন রাজধানী পিন উ লউইনসহ বিস্তীর্ণ অঞ্চল ঘুরে বেড়িয়েছেন। 

ভ্রমণে কেউ দেখেন মুগ্ধ দৃষ্টিতে, ডোবেন ভাবনার অতলে। নেন ভিনদেশি ব্যঞ্জনের স্বাদ,  মাতেন শখের কেনাকাটায়। কাফি কামাল কেবল নিজে দেখেন না, দেখান অন্যদেরও। চিত্ররূপময় বর্ণনায় বাঙ্ময় হয়ে ওঠে তার ভ্রমণ লিখন। বাগান, মান্দালয়, পিন উ লউইন, রেঙ্গুনের ইতিহাস-ঐতিহ্য আর প্রাকৃতিক নৈসর্গ চিত্রায়িত হয়েছে “রঙ্গুম রঙ্গিলা”য়। 

ইরাবতীর কূল থেকে হাজার মন্দিরের বাগান, মান্দালয় পাহাড়ের চূড়া থেকে পিন উ লউইনের লীলাময় নিসর্গ, রেঙ্গুনের শোয়েডাগন প্যাগোড়া থেকে বাহাদুর শাহ জাফরের কবর নানা আকর্ষণীয় স্থান ঘুরে দেখতে দেখতে পাঠকদেরও অবলীলায় করে নেন ছায়াসঙ্গী। কবিতার উদ্ধৃতি, গল্পগাঁথা ও হাস্যকৌতুকে চারিয়ে দেন ঐতিহ্যের গভীর শেকড়ে। নানা ঘটনা ও তথ্যে পাঠকদের ইতিহাসের বর্ণিল অলিগলিতে ছুটিয়ে নেন। ঘুরিয়ে আনেন এক মায়াময় স্বপ্নাচ্ছন্নতায়। কাফি কামাল তাঁর লেখায় ফুটিয়ে তুলেছেন বর্ণিল প্রকৃতি ও স্থাপনার সৌন্দর্য, ব্যঞ্জনের স্বাদ, নানা শ্রেণি-পেশা-বর্ণের মানুষের আচার-আচরণ আর চলতি পথের খুঁটিনাটি। বাগানের প্যাগোড়া সংক্রান্ত মিথ, নানাদেশী পর্যটকদের আনাগোনা, মাইনকাবা গ্রামের শ্রমজীবী পরিবার, মান্দালয়ের বুড়ো ডাক্তারের নীরব চাহনি, মান্দালয় হিলের চূঁড়া থেকে  অর্ধচন্দ্রাকৃতির কারাগার, মুখে তানাক্কার নকশা আঁকা মেয়ে, পিন উ লউইনের জাতীয় উদ্যান, রেঙ্গুন সন্ধ্যাকালীন বাহারি স্ট্রিট ফুড, সোনালী শোয়েডাগন প্যাগোড়া, বাহাদুর শাহ জাফরের সমাধিস্থলের নির্জনতা, দেশটির মুসলমান সম্প্রদায়ের নীরব ক্ষরণ, রবীন্দ্র নাথ-শরৎচন্দ্র ও পাবলো নেরুদার স্মৃতিপাঠসহ বার্মিজ যুবকদের পায়ে সিনলুন ক্রীড়াশৈলী সবকিছু এবং সকলে তাঁর ভ্রমণবর্ণনায় সমান রঙিন। রঙ্গুম রঙ্গিলার মাধ্যমে দেশের বর্তমান প্রজন্মের পাঠক দেশটি সম্পর্কে নানাকিছু জানতে পারবেন এবং কৌতুহলী হবেন এই বিশ্বাস রাখা যায়। 

প্রচ্ছদ এঁকেছেন কবি ও শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য। বুনন প্রকাশন প্রকাশিত বইটির মূল্য রাখা হয়েছে ৪৫০টাকা। অমর একুশে গ্রন্থমেলায় “বুনন” এর ১৩৩ নাম্বার স্টল, চট্টগ্রাম বইমেলায় “খড়িমাটি”র ১০৬-১০৭ স্টল এবং অনলাইনে “রকমারি ডটকম” এ বইটি পাওয়া যাবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন