Logo
Logo
×

বইমেলা

বইমেলা আরও দুই দিন বাড়ানোর অনুরোধ

বইমেলা আরও দুই দিন বাড়ানোর অনুরোধ

Icon

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম

বইমেলা আরও দুই দিন বাড়ানোর অনুরোধ

বইমেলা আরও দুই দিন বাড়ানোর অনুরোধ

অমর একুশে বইমেলা ২ মার্চ পর্যন্ত বাড়াতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। এই অনুরোধ করে প্রতিষ্ঠানটি মেলার আয়োজক বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠিও দিয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) এই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে আগামী ১ ও ২ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার সময় বৃদ্ধির প্রস্তাব করা হয়।

মেলার স্টল বরাদ্দ পেতে বিলম্ব হওয়ার কারণে এবং প্রথম দিকেই বৃষ্টি হওয়ার কারণে প্রকাশকরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। এজন্য প্রকাশকদের চাওয়া, মেলা যেন দুদিন বাড়ানো হয়।

বিষয়টি নিয়ে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সুচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, আমরা চিঠি পেয়েছি। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মেলার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে যা সিদ্ধান্ত হয়, তা জানানো হবে।

বায়ান্নোর ভাষাশহীদদের স্মৃতিবিজড়িত মাস ফেব্রুয়ারিজুড়ে বইমেলা ঢাকার অন্যতম আয়োজন হয়ে উঠেছে। এক সময় বাংলা একাডেমি প্রাঙ্গণে হলেও এই মেলার এখন নিয়ে যাওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানেও।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন