Logo
Logo
×

বইমেলা

রোববার মেলায় এসেছে ৯২ নতুন বই

রোববার মেলায় এসেছে ৯২ নতুন বই

Icon

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২২ এএম

রোববার মেলায় এসেছে ৯২ নতুন বই

রোববার মেলায় এসেছে ৯২ নতুন বই

অমর একুশে বইমেলায় রোববার (১১তম দিন) ৯২টি নতুন বই এসেছে। এদিন মেলা শুরু হয় বিকেল ৩টায়, যা চলে রাত ৯টা পর্যন্ত।

নতুন বইয়ের মধ্যে রয়েছে- গল্প ১০টি, উপন্যাস ১৪টি, প্রবন্ধ ৪টি, কবিতা ২৪টি, গবেষণা ২টি, ছড়া ২টি, জীবনী ৭টি, রচনাবলি ২টি, মুক্তিযুদ্ধ ২টি, নাটক ১টি, বিজ্ঞান ৩টি, ভ্রমণ ৩টি, ইতিহাস ১টি, রাজনীতি ২টি, চিকিৎসা/স্বাস্থ্য ১টি, বঙ্গবন্ধু ১টি, রম্য/ধাঁধা ১টি, ধর্মীয় ১টি, অনুবাদ ১টি, সায়েন্স ফিকশন ৩টি এবং অন্যান্য ৭টি বই।

বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে।

রোববার বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় জন্মশতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি: কলিম শরাফী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। আলোচনায় অংশ নেন- প্রাবন্ধিক সরওয়ার মুর্শেদ, মাহমুদ সেলিম, গোলাম কুদ্দুছ, অধ্যাপক রূপা চক্রবর্তী।

অপরদিকে ‘আজ লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি সরকার মাসুদ, কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীর, প্রাবন্ধিক ও গবেষক মোহাম্মদ জয়নুদ্দীন এবং নাট্য গবেষক মাহফুজা হিলালী।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন- কবি আসলাম সানী, তপন বাগচী, মারুফ রায়হান, জাহিদ মুস্তাফা, স্নিগ্ধা বাউল এবং শাহিদা পারভীন রেখা। পুথি পাঠ করেন লাল মাহমুদ। আবৃত্তি পরিবেশন করেন- আবৃত্তিশিল্পী সোহরাব হোসেন, তামান্না তিথি এবং ফয়জুল আলম পাপ্পু।

সোমবারের বইমেলার সময়সূচি
সোমবার অমর একুশে বইমেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে জন্মশতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি: হেনা দাস শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন জোবাইদা নাসরীন। আলোচনা করবেন ঝর্না রহমান এবং ফওজিয়া মোসলেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিরীন আখতার।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন