Logo
Logo
×

বিশ্লেষণ

শেখ মুজিবের জন্মদিন নিয়ে বিতর্ক

আসল জন্মদিন কবে?

মুক্তাদির রশীদ

মুক্তাদির রশীদ

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:১৮ এএম

আসল জন্মদিন কবে?

আওয়ামী লীগের অফিসিয়াল তথ্য অনুযায়ী, শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন গোপালগঞ্জ উপশহরের (যেটি এখন একটি জেলা) টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন শেখ লুৎফর রহমান এবং সায়েরা খাতুনের চার মেয়ে এবং দুই ছেলের মধ্যে তৃতীয় সন্তান। তার বাবা-মা তাকে খোকা বলে ডাকতেন। তিনি তার শৈশবকাল টুঙ্গিপাড়ায় কাটিয়েছেন।

তবে আওয়ামী লীগ সরকারের সময়ই প্রকাশ করা শেখ মুজিবুর রহমানের পাসপোর্টের ছবিতে দেখা যায় ভিন্ন সাল ও তারিখ। সেখানে উল্লেখ করা তথ্যে দেখা যায়, তিনি ১৯২১ সালের সালের ৯ সেপ্টেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন।

জানতে চাইলে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একজন কর্মকর্তা বাংলা আউটলুককে বলেন, "শেখ মুজিবুর রহমান যখন বেঁচে ছিলেন, তখন হাতে লেখা পাসপোর্ট সরবরাহ করা হতো, তাই তার পাসপোর্ট রেকর্ডবুক দেখা ছাড়া নিশ্চিত করা অসম্ভব।"  

তবে আরেকজন গুরুত্বপূর্ণ পাসপোর্ট কর্মকর্তা কয়েক দফায় সময় নিয়ে শেখ মুজিবুর রহমানের পাসপোর্ট খুঁজে দেখার আশ্বাস দেন। তবে এর মধ্যে তিনি সেখান থেকে বদলি হলে হালনাগাদ তথ্য আর পাওয়া যায়নি। 

শেখ মুজিবুর রহমানের বাংলাদেশি পাসপোর্টে ছিল কিনা বা থাকলে জন্ম তারিখ সম্পর্কে তথ্য জানতে চাওয়া হলে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার কোনো উত্তর দেননি। 

তবে শেখ মুজিবুর রহমানের পাসপোর্টের একটি কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিল। সেটি পাকিস্তান সরকারের ইস্যু করা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সেই পাসপোর্টের একটি ছবি বড় আকারে প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে "বঙ্গবন্ধু কর্নার" তৈরি করা হয়। ছবির নিচে লেখা ছিল- 'বঙ্গবন্ধুর পাসপোর্ট'।


পাসপোর্টটিতে দেখা যায়, সাবেক এ রাষ্ট্রপতি ১৯২১ সালের ৯ সেপ্টেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। পাসপোর্টের ছবিতে তার পেশার ঘরে লেখা ছিল, ‘ভূস্বামী'। ছবিতে পাসপোর্টটি 'ক্যানসেলড' স্ট্যাম্প করা রয়েছে।

শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সচিবালয় থেকে "বঙ্গবন্ধু কর্নার" সরিয়ে ফেলা হয়। 

আওয়ামী লীগের সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছিলেন যে, তিনি ও তার মন্ত্রণালয়ে এই পাসপোর্ট প্রদর্শন সম্পর্কে অবগত ছিলেন না। তবে তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের অনেক তথ্য নিয়ে বিভ্রান্তি ছিল; যেমন তিনি কতদিন জেল খেটেছেন। তাদের সরকার চেষ্টা করেছিল তথ্যগুলোকে যাচাই করে লিপিবদ্ধ করার। 

আসাদুজ্জামান খান এও বলেছিলেন, বাংলাদেশের একক জন্ম নিবন্ধন পদ্ধতি চালু হওয়ার আগে অনেকেরই বয়স বা জন্ম তারিখ নিশ্চিত করা বেশ কঠিন ছিল।

আওয়ামী লীগ সরকার ১৭ মার্চকে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করতো। দিনটিতে সারা দেশে এবং বিদেশে মিশনগুলোতে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হতো। তবে ঠিক কোন ভিত্তিতে ১৭ মার্চ জন্মদিন পালন করা হতো, তার তথ্য-উপাত্ত কোথাও পাওয়া যায় না।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন