Logo
Logo
×

বিশ্লেষণ

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ক্রান্তিকাল: আইসিজির পর্যালোচনা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১২:০৬ পিএম

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ক্রান্তিকাল: আইসিজির পর্যালোচনা

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ গভীর সংকটে পড়েছে। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় সরকারের ওপর সংস্কারসমূহ দ্রুত শেষ করার চাপ বাড়ছে। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তি, ছাত্রনেতা ও ইসলামপন্থীদের লাগাতার চাপ এবং পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক চ্যালেঞ্জ পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শুরুতে ব্যাপক সমর্থন পেলেও এখন তা ক্ষয় হতে শুরু করেছে বলে আইসিজি উল্লেখ করেছে। রাষ্ট্রব্যবস্থার পুনর্গঠন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, রোহিঙ্গা শরণার্থী সংকট এবং প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন—সব মিলিয়ে সরকারের ওপর নানা মাত্রার চাপ রয়েছে। তবু আইসিজি মনে করে, অন্তর্বর্তী সরকারের সংবিধান, প্রশাসন ও অর্থনৈতিক কাঠামোর সংস্কারের উদ্যোগে দেশের গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী করার একটি বিরল সুযোগ তৈরি হয়েছে।

প্রতিবেদনে ইইউ ও এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কারিগরি ও আর্থিক সহায়তার আহ্বান জানানো হয়েছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পর্যবেক্ষক পাঠানো, উচ্চপর্যায়ের সফর, অর্থনীতিকে স্থিতিশীল করা, মানবাধিকার সুরক্ষা, দুর্নীতির মোকাবিলা এবং ভারতসহ প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ইউরোপকে ভূমিকা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ সব পদক্ষেপ বাস্তবায়িত হলে বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রা আরও সুদৃঢ় হবে বলে আইসিজি আশা করছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন